আমি বিধায়ক অথচ আমার বিরোধীপক্ষের লোকেরা সংগঠনের ভার নেবেন? -আব্দুল করিম চৌধুরী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, উত্তর দিনাজপুর : আমি ইসলামপুর এর বিধায়ক অথচ আমার বিরোধীপক্ষের লোকেরা সংগঠনের ভার নেবেন এ কেমন কথা? এ বিষয়টি জানানো হয়েছে দলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে। সোমবার নিজের বাড়িতেই আগামী জানুয়ারি মাসে দলের একাধিক কার্যক্রম নিয়ে রাজ্য কমিটির নির্দেশে সেসব সফল করার জন্য দলের কর্মীদের নিয়ে বৈঠকে বসলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সেখানে এসে তিনি সাংবাদিকদের জানান একথা।উল্লেখ্য, ইসলামপুরে একই দলের দুটি ভাগ। একটি জেলা সভাপতি কানাইলাল আগারওয়ালার এবং অপরটি করিম চৌধুরীর। জেলা সভাপতিকে উদ্দেশ্যে করেই তার এই বক্তব্য। তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রার্থী হিসাবে তিনি টিকিট পাবেন দাবি বিধায়ক আব্দুল করিম চৌধুরীর। তিনি বলেন, তিনি তার বিধানসভা এলাকায় যে ব্লক ও টাউন কমিটি তৈরি করেছেন তাদের নিয়েই আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করবেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী সম্পর্কে তিনি বলেন, সে আদৌ কি ইসলামপুরে পা রাখতে পারবেন? দলে থেকে দলের ভালো না করে অন্য দলে গিয়ে যে কাজ করেছেন তা রীতিমতো অন্যায়। সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে এতে।অন্যদিকে আগামী মাসের বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন ,উর্ধতন কর্তৃপক্ষ জানিয়েছে জানুয়ারি মাসে বিবেক দিবস,সুভাষ দিবস, প্রজাতন্ত্র দিবস এবং শহীদ দিবস এর পাশাপাশি পয়লা থেকে সাতই জানুয়ারি পর্যন্ত তাদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা হল এদিন।