Uncategorized
রেজিস্টারের বিরুদ্ধে স্বৈরাচারীর অভিযোগ, বিক্ষোভ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৌশিক ব্রহ্মচারীর বিরুদ্ধে স্বৈরাচারীর অভিযোগ এনে বিক্ষোভ-অবস্থানে বসলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক,গবেষক ও অফিসাররা। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষক অনিমেষ ঘোষ বাগ বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ক্ষতিগ্রস্থ হচ্ছে, ভয়ে থাকতে হয় ছাত্র-ছাত্রীদের। বহুবার প্রতিবাদ করতে গিয়ে মারধর খেতে হয়েছে বলে অভিযোগ অনিমেষের। রেজিস্টারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, স্বৈরাচারী ভূমিকা পালন করছেন কৌশিক ব্রহ্মচারী। তাঁকে অবিলম্বে অপসারণ করা হোক। এই দাবিতে এদিনের এই বিক্ষোভ।