দয়াল পাড়া এ ডি সি ভিলেজে এনসি দেববর্মার হাত ধরে 20 পরিবারের 71 জন ভোটার আইপিএফটিতে যোগদান।
নিউজ বেঙ্গল ৩৬৫,বক্সনগর প্রতিনিধি : বক্সনগর দয়াল পাড়া এ ডি সি ভিলেজে এনসি দেববর্মার হাত ধরে 20 পরিবারের 71 জন ভোটার আইপিএফটিতে যোগদান করেন। রাজ্যে এ ডি সি নির্বাচন যতই এগুচ্ছে ততই যেন রাজ্যের রাজনীতি চিত্রটাও ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। রাজ্য সরকারের শরিক দল আইপিএফটি ইতিমধ্যেই একরাশ খুব উগ্রে দিয়ে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপির সঙ্গ বিচ্ছেদ করে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের টিপরাহা পার্টির সাথে মৌ স্বাক্ষরে চুক্তি বদ্ধ করেছে।তা নিয়ে বিজেপির এডিসি দখলের স্বপ্নটাতে যেন অনেকটা ভাটাপরার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আইপিএফটি এবং টিপরাহার যৌথ উদ্যোগে বক্সনগর বিধানসভা কেন্দ্রের দয়ালপাড়া এডিসি ভিলেজের ঝড়াজলা এস বি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল এক যোগদান সভার। উক্ত সভায় উপস্থিত আইপিএপটি দলের সুপ্রিমো তথা রাজ্য সরকারের অন্যতম মন্ত্রী এনসি দেববর্মা।এদিন যোগদান সভায় সভাপতিত্ব করেন ভেলুয়ারচর এডিসি ভিলেজের চেয়ারম্যান বুধিরাম দেববর্মা। তৎসঙ্গে ছিলেন বক্সনগর মন্ডল সদস্য নিত্যানন্দ দেববর্মা এবং সঞ্জিত দেববর্মা। মঞ্চে উপস্থিত ছিলেন বিশ্রামগঞ্জ আইপিএফটি সভাপতি ভারত দেববর্মা, আইপিএফটি রাজ্য অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রামমোহন দেববর্মা, প্রফুল্ল দেববর্মা সহ অন্যান্যরা। উক্ত যোগদান শিবিরে 20 পরিবারের মোট 71 জন ভোটার এই পতাকা তলে সামিল হোন। এদের মধ্যে শাসক দল বিজেপির 15 পরিবার থেকে 55 জন ভোটার এবং সিপিআইএম 4 পরিবার থেকে14জন ভোটার এবং কংগ্রেস দল থেকে 2জন ভোটার সামিল হোন। এদিন এনসি দেববর্মা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, রাজ্য রাজনীতিতে আগামী দিনে তারা সমস্ত নির্বাচনে ত্রিপরা মাথার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন। তবে সরকার পরিচালনা করতে গিয়ে আপাতত বিজেপি দলের সাথে থাকা জোট অটুট রাখবে বলে তিনি জানান।