ত্রিপুরা
কৃষক বিরোধী কালো আইন প্রত্যাহারের দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ কৃষক বিরোধী কালো আইন প্রত্যাহারের দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং যুব কংগ্রেস।কিন্তু রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করতে পারিনি কংগ্রেস দল। তার আগেই পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেওয়া হয়।শুরু হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল ও ত্রিপুরা পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি।উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে প্রশাসনের সাথে কথা বলে কংগ্রেসের ৫ জনের এক প্রতিনিধি দল রাজ্যপালের সাথে সাক্ষাৎকারে যায়।