কলেজে ভর্তি হতে আসা ছাত্র ছাত্রী নিয়ে কলেজ কর্তৃপক্ষের নিকট ডেপুটেশন প্রদান।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বক্সনগর প্রতিনিধি :- দীর্ঘদিন থেকেই রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া চলছিল অনলাইনে , কিন্তু অনেকেরই নাম আসেনি তাই যাদের নাম আসেনি কলেজে গিয়ে অফলাইনে ভর্তি হওয়ার সময় দেওয়া হয়েছে ১৫ই জানুয়ারি পর্যন্ত। কিন্তু কলেজে এসে ও ছাত্ররা ভর্তি না হতে পারায় বিপাকে পড়েছে এনিয়ে আজ সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা , তাদের অভিযোগ কলেজে ভর্তি হতে পারছে না কারণ কলেজের সীমিত আসন সম্পূর্ণ হয়ে গেছে , তাদের ইচ্ছা অনুযায়ী বিষয় নিয়ে পড়ার মতন কোনো সুযোগ নেই , তাই আজ কলেজর ভর্তি হতে আসা ছাত্র ছাত্রী নিয়ে কলেজ কর্তৃপক্ষের নিকট ডেপুটেশন প্রদান করেন ছাত্র ইউনিটের এক প্রতিনিধি দল। তাদের দাবি গুলো হলোPolitical science আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে ৬০০ আসন, Education বৃদ্ধি করতে হবে ৬৫০, history, আসন বৃদ্ধি করতে হবে ৬০০ ,Bangala আসুন বৃদ্ধি করতে হবে ৫৫০, এবং এই বিষয়গুলোর শিক্ষক স্বল্পতা বৃদ্ধি করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র ইউনিট।