ত্রিপুরা পুলিশ দিবস উপলক্ষে আর্ট এন্ড হ্যান্ডিক্রেপটস এক্সিবিশনের শুভ সূচনা করেন শ্রীমতি নীতি দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা তথা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর ধরমপত্নী শ্রীমতি নীতি দেব মহোদয়া আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পুলিশ দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত পাঁচদিনব্যাপী আর্ট এন্ড হ্যান্ডিক্রেপটস এক্সিবিশন এর ফিতে কেটে শুভ সূচনা করেন। ত্রিপুরা পুলিশ দিবস ২০২১ আয়োজিত কার্যক্রমে আর্ট & হেন্ডিক্রেপটস এর পসরা সাজানো হয়েছে। পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা তথা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর ধরমপত্নী শ্রীমতি নীতি দেব মহোদয়া অন্যান্য সকল পুলিশ আধিকারিকদের সাথে সেই প্রদর্শনী পরিদর্শন করেন।এবং পুলিশ দিবস ২০২১ উপলক্ষে উনার মূল বক্তব্য সকলের সামনে তিনি তুলে ধরেন। বক্তব্য পুর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা ত্রিপুরা রাজ্যের শ্রীমতি নীতি দেব।