পরাধীন ভারতবর্ষকে সারা দুনিয়ার সামনে পরিচিতি দিয়েছিলেন স্বামীজি : বিপ্লব কুমার দেব ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ আগরতলা বিবেক উদ্যান চিলড্রেনস পার্কে পরিচালনায় রামকৃষ্ণ মিশন আগরতলা, সহযোগিতায়- বিদ্যালয় শিক্ষা দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, বিবেক উদ্যান সংরক্ষণ সমিতি,এবং আগরতলা বিবেকানন্দ যুব মহামন্ডলীর উদ্যোগে স্বামী বিবেকানন্দের শুভ জন্মজয়ন্তী জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে, পরাধীন ভারতবর্ষকে সারা দুনিয়ার সামনে পরিচিতি দিয়েছিলেন স্বামীজি। আমাদের মধ্যে যে উদ্দীপনা কাজ করে তা স্বামীজির মন্ত্রেই।মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আবেদন জানান, প্রত্যেক বাড়িতে একটি করে স্বামীজির ছবি ও বাণী রাখেন। যা বৈভবশালী ত্রিপুরা গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। স্বামীজির স্বভিমানের দিশাতেই আমরা আগামীর পথ প্রশস্ত করতে চাই।তিনি আরো বলেন যে,যুব সমাজকে নিজেদের কর্তব্যের প্রতি যিনি জাগ্রত করেছিলেন, যিনি জীব প্রেমকে, ঈশ্বর প্রেমের সমতুল্য জ্ঞান করেছিলেন, সেই মহান সাধক স্বামী বিবেকানন্দের জন্মদিনে শতকোটি প্রণাম।