ত্রিপুরা
কৃষক বিরোধী কালা কৃষি আইন বাতিলের দাবিতে গনধর্নাতে সামিল ত্রিপুরা সিপিআইএম দল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা ; সহ দেশব্যাপী কৃষক সংগ্রামের সমর্থনে এক গনধর্নাতে সামিল হয়েছেন ত্রিপুরা সিপিআইএম দল। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পবিত্র কর সহ অন্যান্যরা।এদিন সিপিআইএম নেতা পবিত্র কর বলেন যে, কৃষিক্ষেত্রে পুঁজিপতিদের দ্বারা মুনাফা লুণ্ঠন বন্ধ করতে হবে। সরকারকে উৎপাদন খরচের দেড়গুন দামে কৃষি পণ্য ক্রয় করতে হবে। কৃষিকে কর্পোরেটদের হাতে তুলে চলবে না। কর্পোরেট ভাগাও ক্ষেতি বাঁচাও ভারত বাঁচাও।তাদের দাবী কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার না মানলে তাহলে আগামী দিনে সিপিআইএম দল আরো সুবৃহৎ আন্দোলনে যাবার হুঁশিয়ার দিয়েছেন সিপিআইএম নেতা পবিত্র কর।