ত্রিপুরা সরকার ও পর্যটন দপ্তর রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলি উন্নতি করে চলছে : রমেশ বৈশ ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া : ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। রাজ্য সরকার ও পর্যটন দপ্তর রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলি উন্নতি করে চলছে। রাজ্যে যেন বেশি করে পর্যটক আসে সেই প্রয়াস নিয়ে সরকার ও পর্যটন দফতর কাজ করে চলছে। রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য অভূতপূর্ব।আমি রাজ্য সরকারকে বলেছি ত্রিপুরা রাজ্য উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হবে।রাজ্য সরকার ও পর্যটন দপ্তর পর্যটক টানতে টুরিস্ট প্যাকেজ বানানোর চিন্তা ধারা করছে। আজ দুপুরে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার বড়মুড়ায় হতাই কতর ইকো পার্ক পরিদর্শন শেষে এই কথা জানান। আজ এই ইকোপার্ক পরিদর্শনে রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশ সহ উনার গোটা পরিবার আসেন। রাজ্যপালের সাথে ছিলেন খোয়াই জেলা শাসক স্মিতা মল এম এস, ডি এফ ও ডক্টর নিরজকুমার চঞ্চল, জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সহ আরো অনেকে। রাজ্যপাল হেঁটে হেঁটে গোটা ইকো পার্ক পরিদর্শন করেন। শেষে পার্কে গড়ে ওঠা বাঁশবাগান সহ অন্যান্য বাগানগুলো পরিদর্শন করেন।