তামিলনাড়ুতে গৃহকর্তার বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় রাজ্যে গ্রেফতার হল এক যুবক ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বক্সনগর প্রতিনিধি ঃ তামিলনাড়ুতে গৃহকর্তার বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় রাজ্যে গ্রেফতার হল এক যুবক। শনিবার সােনামুড়ার খেদাবাড়ী এলাকা থেকে এই যুবককে গ্রেফতার করে পুলিশ । ধৃত যুবকের নাম শরিফ মিয়া। এদিন তাকে গ্রেফতারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসডিপিও বনােজ বিপ্লব দাস। জানান, তামিলনাড়ুর কোয়েম্বাটুর সিটি পুলিশ শরিফ মিয়ার বিষয়টি জানিয়েছিল। এক বাড়িতে দেখভাল করার দায়িত্বে ছিল শরিফ। ওই বাড়ির লক্ষাধিক টাকা। চুরি করে পালিয়ে আসে সে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করলে টাকা নিয়ে আসার কথা স্বীকার করে নেয়। শরিফ জানায়, এই টাকা দিয়ে মােবাইল এবং কিছু জিনিস কিনেছে । বাকি টাকা কোথায় রেখেছে তা জানার চেষ্টা চলছে । এদিকে পুলিশ জানিয়েছে , ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারায় মামলা নেওয়া হয়েছে শরিফের বিরুদ্ধে । মামলার নম্বর ২/২০২১। একদিন আগেই পালিয়ে এসেছিল এই যুবক। ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারা অনুযায়ী গৃহকর্তার বাড়ি থেকে চুরির অভিযােগ প্রমাণ হলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে। এই ক্ষেত্রে জামিন পেতে সমস্যা হবে শরিফের। তাকে কোয়েম্বাটুর নিয়ে যাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে ।