সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চে ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের গন অবস্থানে খাদ্য সামগ্রী দিলো।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বক্সনগর প্রতিনিধি ঃ সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের গন অবস্থানে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আজ নাগরিক অধিকার মঞ্চের এক প্রতিনিধি দল সোনামুড়া থেকে আগরতলা গন অবস্থানে আসেন, প্রতিনিধি দলের হয়ে নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ডঃ জহিরুল হক, ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের সম্পাদকও নাগরিক অধিকার মঞ্চের মুখ উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী এডভোকেট পুরুষোত্তম রায় বর্মন , আজম খান, মাওলানা ইয়াসিন মিয়া, ইমান হোসেন, নজরুল ইসলাম প্রমুখ। এইদিন সাংবাদিকদের সাক্ষাৎকারে নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ডঃ জহিরুল হক বলেন আমার সব সময় নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য লড়ে আসছে , গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের আন্দোলন হচ্ছে, তাই ১০৩২৩ এর আর্তনাদ, তাদের কষ্ট অনুভব করতে পেরে আমরা আজ তাদের পাশে এসে দাঁড়িয়েছি এ আন্দোলন শুধু তাদের একার নয় তাদের পরিবারের বেঁচে থাকার আন্দোলন, তাই তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে যাতে করে তাদের একটা স্থায়ী সমাধান খুঁজে বের করে দেয় সরকার।