মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরীর ডাকে এক যুবজাগরণ র্যালী অনুষ্ঠিত হয়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরীর ডাকে এক যুবজাগরণ র্যালী অনুষ্ঠিত হয়। এদিন বিধায়ক সুশান্ত চৌধুরি বলেন যে, আজকে মোটর বাইক র্যালির মাধ্যমে রাস্তায় নেমেছে স্বৈরতান্ত্রিক সিপিআইএমের বিরুদ্ধে হুংকার দিতে এবং সিপিআইএমেকে মদতপুষ্ট যে চক্রান্তকারী যারা মজলিশপুর বিধানসভা কেন্দ্রকে প্রতিনিয়ত দুর্বল করার চক্রান্ত করছে তাদেরকে আজকে যোগ্য জবাব দিযেছে। বিধায়ক সুশান্ত চৌধুরী আজকে যে বাইক র্যালি বের হয়েছে যে অবর্ণনীয়ভাবে ছাত্র যুবকরা সফল করেছে তার জন্য মজলিশপুরের প্রত্যেকটি ছাত্র যুবককে তিনি ধন্যবাদ জানান এবং হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানান। এবং আগামী দিনে সমস্ত স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে সমস্ত চক্রান্তকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের এই মোটর বাইক র্যালী থেকে এইটাই বার্তা।