ত্রিপুরা
ত্রিপুরার তিন জায়গাতে কোভিডের টিকাকরণের ড্রাই রান কর্মসূচীতে অংশ নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : সারা দেশের মতো ত্রিপুরার রাজ্যের তিন জায়গাতেও কোভিডের টিকাকরণের মহড়া শুরু হয়েছে। এই ড্রাই রান কর্মসূচীতে অংশ নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ভ্যাকসিন আসা মাত্র কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী তা প্রয়োগের কাজে রাজ্য সরকার প্রস্তুত। কেন্দ্রীয় সরকারের তৈরি ‘কো-উইন’ অ্যাপের মাধ্যমে গোটা মহড়ার পরিদর্শনের কাজও চলছে। নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া, কোল্ড-স্টোরেজের পরিকাঠামো খতিয়ে দেখার কাজও চলছে এই অ্যাপের মাধ্যমে। কোভিড পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য কর্মীরা যে ভূমিকা নিয়েছেন তা অভূতপূর্ব। ভ্যাকসিনের ড্রাই রানেও তাঁরা যথাযথ তৎপরতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করছেন।