ত্রিপুরা
আগরতলায় বেকথ্রত সায়েন্স সোসাইটির সর্বভারতীয় সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠা দিবস র্যালী অনুষ্ঠিত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ বেকথ্রত সায়েন্স সোসাইটির সর্বভারতীয় সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের ত্রিপুরার চাপ্টারের পক্ষ থেকে আজ তারা বিজ্ঞানের বিভিন্ন দাবিকে সামনে থেকে এক র্যালী অনুষ্ঠিত করেন।এই র্যালিটি আগরতলা অরুন্ধতীনগর রোড নাম্বার ১স্থিত সংগঠনের রাজ্য অফিস থেকে বের হয়ে ড্রপগেইট এসে তারা জমায়েত হয়েছেন।তাদের দাবিগুলি হলো:- মৌলিক গবেষণায় অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে, দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করতে হবে, ডাইনি অপবাদে অত্যাচার বন্ধ করতে হবে, বিজ্ঞানভিত্তিক মনন সৃষ্টিকর কুসংস্কারমুক্ত সমাজ গড়ে তুলতে হবে,ইত্যাদি বিভিন্ন দাবীকে সামনে রেখে আজ বেকথ্রত সাইন্স সোসাইটির এই র্যালী।