ত্রিপুরার বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর বনদস্যুরা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি:- প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ক্ষুদ্র ত্রিপুরা রাজ্যের বনাঞ্চলের মূল্যবান গাছপালা ক্রমাগতভাবে কেটে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর বনদস্যুরা অবৈধভাবে। এব্যাপারে বনদপ্তর সম্পূর্ণ উদাসীন। যার ফলে রাজ্যের ঘন বনাঞ্চল ফাঁকা হয়ে যাচ্ছে। এমনই এক ঘটনা খোয়াই জেলা বন আধিকারিক এর অধীনে অর্থাৎ তেলিয়ামুড়া মহাকুমার জুম বাড়ি এলাকার গভীর জঙ্গলে প্রত্যক্ষ করা গেল। দিন দুপুরে বনদস্যুরা গভীর জঙ্গলে অবৈধভাবে মূল্যবান গাছ কেটে চেরাই করছে। যা বনকর্মীরা জানেইনা। তবে বনদপ্তরের একাংশ কর্মীদের মতে অবৈধ কাঠ পাচার বাণিজ্য দীর্ঘ বছর ধরে চলে আসলেও দপ্তর এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। অথচ প্রতিদিন সন্ধ্যায় অবৈধ কাঠ পাচারকারীরা বুক চেতিয়ে তেলিয়ামুড়া শহরের উপর দিয়েই বাই সাইকেল করে তাদের পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে। এ ব্যাপারে খোয়াই জেলা বন আধিকারিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বনকর্মীরা ২৪ ঘন্টা মোবাইল পেট্রোলিং প্রতিনিয়ত করে যাচ্ছে। তবে অবৈধ পাচার বাণিজ্যের ব্যাপারটি উনার গোচরে এসেছে তবে তিনি ব্যাপারটি দেখবেন বলে জানান।