চাকুরিচ্যুত শিক্ষকরা গণ ধর্নায় ব্যস্ত, চাকুরিচ্যুত অন্য এক শিক্ষক ব্যস্ত ‘চা’এর দোকান নিয়ে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি : ১০,৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকরা আগরতলাতে গণ ধর্নায় যখন ব্যস্ত, ঠিক তখনি চাকুরিচ্যুত অন্য এক শিক্ষক ব্যস্ত ‘চা’এর দোকান নিয়ে। কারণ সংসার প্রতিপালনের জন্য টাকার প্রয়োজন। তাই বিকল্প আয় উপার্জনের মাধ্যম হিসেবে “চা”এর দোকান খুলে অর্থ উপার্জন করছে সংসার প্রতিপালনের জন্য। ওই শিক্ষকের নাম অরঞ্জন সরকার। মা, ছোট ভাই, স্ত্রী এবং সন্তানাদি নিয়ে ৬ জনের সংসার। তেলিয়ামুড়া কৃষি মহাকুমা অফিসের সামনেই চাকরিচ্যুত শিক্ষকের “চা” এর দোকান। প্রথম দিকে উনার মা এই দোকানটি পরিচালনা করতেন। কিন্তু মা অসুস্থ হতেই চাকুরিচ্যুত শিক্ষক পুত্র অরঞ্জন সরকার ব্যবসার হাল ধরে সংসার প্রতিপালনের জন্য। প্রায় ৯ মাস ধরে “চা”এর ব্যাবসা করে যাচ্ছেন। এতে আয় উপার্জন কম হলেও এই ক্ষুদ্র ব্যবসা দিয়েই সংসারের চাহিদা মেটাতে হচ্ছে। চাকুরিচ্যুত শিক্ষক অরঞ্জন সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের মন্ত্রীর প্রতি অনুরোধ জানান, তারা যাতে চাকুরী আবার পুনরায় ফিরে পায়। চাকুরীটি ফিরে পেলে গোটা পরিবারটি যেমন স্বাচ্ছন্দে চলাফেরা করতে তেমনি অসুস্থ মায়ের চিকিৎসা ও করতে পারবে।