সোশ্যাল অডিট ইউনিট অধিকর্তার কার্যালয়ের ওয়েবসাইট সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আগরতলা গোর্খাবস্তিস্থিত এক অনুষ্ঠানে সোশ্যাল অডিট ইউনিট অধিকর্তার কার্যালয়ের ওয়েবসাইট চালু হয়েছে। এই ওয়েবসাইটটির মাধ্যমে রাজ্যের গ্রামোন্নয়ন ও অর্থ দপ্তরের বিভিন্ন কাজের চিত্র তুলে ধরা হবে। এই ওয়েবসাইটটি হলো www.social audittripura.gov.in । ত্রিপুরা রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সোশ্যাল অডিট ইউনিটের অধিকর্তার অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটটির সূচনা করেন। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন যে, এই ওয়েবসাইটটি চালু করায় এমজিএন রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ অনেক সহজ হবে। এতে করে কাজের স্বচ্ছতা ও বেড়ে যাবে। সোশ্যাল অডিট ইউনিট থেকে জানানো হয় দপ্তরের এই ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের ৫৮ টি ব্লকের ১,১৫১টি গ্রামের কাজকর্মের তথ্য জানা যাবে।