সোনামুড়া মহাকুমার তিন শতাধিক দুঃস্থ পরিবার এবং মসজিদের ইমামদের মধ্যে কম্বল বিতরণ করা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বক্সনগর প্রতিনিধি : ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দের উদ্যোগে এবং আজমল ফাউন্ডেশনের সহযোগিতায় সোনামুড়া মদিনাতুল উলুম বেজিমারা মাদ্রাসায় এক কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সোনামুড়া মহাকুমারের তিনশ শতাধিক দুঃস্থ পরিবার এবং মসজিদের ইমামদের মধ্যে কম্বল বিতরণ করা হয় , উপস্থিত ছিলেন জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মুফতি আব্দুল মমিন , এডভোকেট জলিলুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, ডঃ জহিরুল হক, আবুল খায়ের প্রমুখ, মুফতি আব্দুল মোমেন সাহেব বলেন জমিয়ত উলামায়ে হিন্দ স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম সংগঠন, জমিয়ত উলামায়ে হিন্দ সর্বোপরি মানুষের পাশে দাঁড়ায় প্রতিবছর শীতের মৌসুমে ভারতবর্ষের প্রতিটি জায়গায় হিন্দু মুসলিম বৌদ্ধ সকল ধর্মের মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা, যাতে করে গরিব পরিবারের মানুষ গুলি শীতে কষ্ট না পায়, আগামী দিন রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।SHOW LESS