শহীদ চন্দ্র মোহন দেববর্মার ১৫ তম শহীদ দান দিবস পালন করল সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি : শহীদ চন্দ্র মোহন দেববর্মার ১৫ তম শহীদ দান দিবস পালন করল সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ বিভাগীয় কার্যালয়ের সামনে। এই শহিদদান দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদবেদীতে মাল্যদান করেন সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, রঞ্জিত দেববর্মা, প্রাক্তন বিধায়িকা গৌরী দাস সহ অন্যান্যরা। বিগত দিনে দুষ্কৃতীরা চন্দ্র মোহন দেববর্মাকে খুন করেছিল ৩১ ডিসেম্বর। এর পর থেকেই সিপিআইএম দল এই দিনটিকে শহিদ দান দিবস হিসাবে পালন করে। বৃহস্পতিবার শহিদদান দিবস উপলক্ষে তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় কার্যালয়ের সামনে শহীদ বেদীতে মাল্যদান করে বক্তব্য রাখতে গিয়ে রঞ্জিত দেববর্মা বলেন, খুন, সন্ত্রাস করে কমিউনিস্ট পার্টিকে আটকে রাখা যায় না।