আর মাত্র কয়েক ঘণ্টা বিশ্বের মানুষ মেতে উঠবেন 2020 কে বিদায় জানিয়ে 2021 নতুন বছরকে স্বাগত জানাতে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : হাতে গোনা আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই গোটা বিশ্বের মানুষ মেতে উঠবেন 2020 কে বিদায় জানিয়ে 2021 নতুন বছরকে স্বাগত জানাতে। একটা সময় ছিল যখন নিউ ইয়ার মানেই ছিল গ্রিটিংস কার্ড কেনার হিড়িক। বন্ধুবান্ধব, আত্মীয় পরিচয়, এবং প্রিয় মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী পছন্দের মত কার্ড বেঁছে নেওয়া। কার্ডের ভাঁজের মধ্যে চলত নতুন বছরের শুভেচ্ছা বিনিময়। যদিও বিগত কিছু বছরে সে ধারা এখন অনেকটাই অচল। নেপথ্যে সোশ্যাল মিডিয়া দিনে দিনে যত ফেসবুক, হোয়াটস অ্যাপ, ট্যুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার জালে জড়িয়েছেন মানুষ ততই নিউ ইয়ারে কমছে গ্রিটিংস কার্ডের চাহিদা। আর চাহিদা যত কমছে ততই সংকটে পড়েছেন গ্রিটিংস কার্ডের ব্যবসায় যুক্ত মানুষেরা।ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা একটি গ্রিটিংস কার্ডের দোকান থেকে হ্যাপি নিউ ইয়ার 2021 এর একটি বিশেষ প্রতিবেদন।