ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল ত্রিপুরা জিবিপি হাসপাতালের বিরুদ্ধে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : ফের একবার ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা প্রধান হাসপাতাল জিবিপি হাসপাতালে। ঘটনার বিবরণে প্রকাশ, বিশালগড় গোকুলনগরের বাসিন্দা বয়স ১৯ বছর বিশ্বজিৎ দেবনাথ নামে এক যুবক গত রবিবার ব্রেইন স্ট্রোক করেন। বাড়ির লোকজনেরা তড়িঘড়ি করে ১৯ বছরের সেই যুবককে নিয়ে যায় চিকিৎসার জন্য বিশালগড় হাসপাতালে। কিন্তু বিশালগড় হাসপাতালের চিকিৎসকরা সেই যুবককে রেফার করেন আগরতলা হাপানিয়াস্থিত ড:বি.আর আম্বেদকর ত্রিপুরা মেডিকেল কলেজে। সেখানে সেই যুবককে তিনদিন রাখার পর রেফার করা হয় কলকাতায়। কলকাতা রবীন্দ্রনাথ টেগর হাসপাতলে আর্থিক অবস্থার জন্য চিকিৎসা করাতে না পারায় ডাক্তাররা ১৯ বছর বয়সী বিশ্বজিৎ দেবনাথের বাড়ির লোকজনদের বলে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যেতে সেখানে তার ভালো চিকিৎসা হবে। তখন বাড়িঘরের লোকজনেরা ডাক্তারের কথা শুনে ১৯ বছর বয়সী বিশ্বজিৎ দেবনাথ নামে সেই যুবককে নিয়ে আসা হয় আগরতলা জিবিপি হাসপাতালে। আগরতলা জিবি হাসপাতাল রোগীকে নিয়ে আসা হলে ও ডাক্তাররা চিকিৎসার গাফিলতি করেন। এ নিয়ে রোগীর পরিবারের লোকজনদের মধ্যে দেখা দেয় তীব্র উত্তেজনা।পরে সে রোগীকে নিয়ে যাওয়া হয় আগরতলা আইএলএস হাসপাতালে। এখন বর্তমানে ১৯ বছর বয়সী বিশ্বজিৎ দেবনাথ নামে সে ব্যক্তির চিকিৎসা চলছে আগরতলা আইএলএস হাসপাতালে।