১২ দফা দাবি নিয়ে বক্সনগর আর ডি ব্লকে সিপিএমের গন ডেপুটেশন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বক্সনগর : রাজ্যের দিকে দিকে বামেদের কর্মসূচি অব্যাহত রয়েছে। আর তারই অঙ্গ হিসেবে আজ বুধবার বক্সনগর এবং ভেলুয়ারচর এই দুই অঞ্চল কমিটির উদ্যোগে বিকাল 2 ঘটিকার সময় এক সুবিশাল মিছিল কলসীমুড়া সিপিএমের পার্টি অফিস থেকে বক্সনগর চৌমুনী, মোটর স্ট্যান্ড, বাজার ও রতনদোলা এলাকা পরিক্রমা করে বক্সনগর ব্লকের সামনে এসে জন জমায়েত হয়। প্রতিটি পাড়ায় পাড়ায় শাসক শ্রেনীর লোকেদের হুমকি ধমকিকে উপেক্ষা করেও মিছিলে সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষনীয়। এই দুই অঞ্চল থেকে প্রায় আটশত লোকের উপস্থিতি হবে বলে পার্টির নেতৃত্বদের তরফ থেকে জানানো হয়। তবে বিগত বিধানসভা নির্বাচনের পরে আজকেই ছিল বক্সনগরে বামেদের দ্বিতীয়তম মিছিল। এদিন উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সহিদ চৌধুরী, ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড সুরেস দাশ,পার্টিল লোকাল কমিটির সদস্য আশিষ সরকার,খুরশেদের রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিধায়ক সহিদ চৌধুরী জন সমক্ষে 12দফা দাবির প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং জোট সরকারের জনবিরুধী নীতির এবং ভিশন ডকুমেন্টসে দেওয়া ভাওতাবাজির সমালোচনা করেন এবং মিসকলে চাকুরির নামে বেকারদের ঠকানোর কথাও উল্লেখ করেন। তারপর এখান থেকে 5 জনের একটি প্রতিনিধিদল বক্সনগর ব্লকের বিডিওর কাছে ১২ দফা দাবি সনদ তুলে দেন।