সিপিআইএম সরকারের আমলের ৩৫ থেকে ৪০ বছরের সমস্ত অভিজ্ঞতা চুরমার করে দিয়েছে বিজেপি : মানিক সরকার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ আগরতলা টাউন হলে শিক্ষা,সংগ্রাম ও আত্মত্যাগের পাঁচ দশক সংগঠিত ছাত্র আন্দোলনের গৌরব উজ্জ্বল সরণি বেয়ে ভারতের ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভারতের ছাত্র ফেডারেশন, ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্যরা। এদিন মানিক সরকার বলেন, ‘সিপিআইএম সরকারের আমলের ৩৫ থেকে ৪০ বছরের সমস্ত অভিজ্ঞতা চুরমার করে দিয়েছে বিজেপি সরকার। বিজেপি সরকার আসার ফলে প্রতি মাসে বেকার সমস্যা বাড়ছে, রাষ্ট্রীয় সম্পদ অর্থনীতির যেটা মূল ভিত্তি মানুষের রক্তক্ষরনের বিনিময়ে বিজেপি সরকারী তহবিলে যে টাকা জমা হয় তাকে ভিত্তি করে যে রাষ্ট্রীয় সম্পদ তৈরি হয়েছে যেগুলি বলা যায় আমাদের দেশের শিল্পের সম্ভাবনা গড়ে তোলার ক্ষেত্রে মৌলিক ভূমিকা পালন করেছে এগুলি জলের দামে বিক্রি করে দিচ্ছে। পুজির বিকাশ থেকে সাম্রাজ্যবাদের যে অভ্যুদয় সে সম্পর্ক লেনিন লিখে গিয়েছেন এইরকম চেহারা নিয়ে কিছু লোক বাড়ছে তাদের সঙ্গে শাসক দল তার যে প্রধান মুখ তাদের স্বার্থ রক্ষা করার জন্য কৃষির আর একটা উৎপাদনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র আমাদের দেশের ৭১ ভাগ মানুষ গ্রামে বাস করেন তাদের প্রত্যেকেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত তারা আক্রান্ত।কৃষি ও কৃষক দুটোই আক্রান্ত। তাহলে এই দেশটাকে কে রক্ষা করবে।কিছু ভাবনা চিন্তা নেই।’ এবং আরো বিভিন্ন বিষয়ে মানিক সরকার এদিন উনার মূল বক্তব্য সকলের সামনে তুলে ধরেন।