তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে রান এন্ড ফিট অনুষ্ঠান।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি : ফিট ইন্ডিয়া মুভেমেন্ট প্রোগ্রামের অঙ্গ হিসাবে বুধবার সকালে তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে রান এন্ড ফিট অনুষ্ঠান হয়। এতে অংশ নেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা, পৌর পরিষদের CEO তথা তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্য, যুব মোর্চা তেলিয়ামুড়া মন্ডল সভাপতি কিংকর দেবনাথ সহ অন্যান্যরা। এদিন সকাল ৮:৩০মিনিট নাগাদ পৌর পরিষদ অফিসের সামনে থেকে রান এন্ড ফিট এর দৌড় শুরু হয়ে স্থানীয় এগিয়ে চলো ক্লাব হয়ে ফের পৌর পরিষদ অফিসের সামনে এসে শেষ হয়। ফিট ইন্ডিয়া মুভেমেন্ট এর প্রসঙ্গ টেনে এলাকার বিধায়িকা কল্যাণী রায় বলেন, ২০১৪ সালে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গঠিত হওয়ার পর থেকেই এই অনুষ্ঠান শুরু হয় গোটা দেশজুড়ে। তিনি এও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উনার ব্যক্তিগত জীবনে রান এন্ড ফিট নিয়ে সর্বদা সচেতন থাকেন। কারণ মানুষের দেহ হচ্ছে মন্দির। তাই এই মন্দিরকে সুস্থ ও সবল রাখার জন্য রান এন্ড ফিট খুবই গুরুত্বপূর্ণ।এই রান এন্ড ফিট অনুষ্ঠানে এদিন তিনজন প্রাক্তন খেলোয়ারকে সংবর্ধনা দেয় তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে।