ইউনাইটেড গ্যাস এজেন্সির উদ্যোগে তেলিয়ামুড়া পৌর এলাকার ১০০জন গরীব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি : মঙ্গলবার ইউনাইটেড গ্যাস এজেন্সির উদ্যোগে তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার দুস্থ পরিবার গুলির মধ্যে কম্বল বিতরণ করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব। এছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, এলাকারদুইজন সমাজসেবক রঞ্জিত সূত্রধর, আশীষ দেবনাথ, পৌর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা। এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ তেলিয়ামুড়া এগ্রি প্রডিউস মার্কেটের শেডঘরে কম্বল বিতরণ অনুষ্ঠান হয়। তেলিয়ামুড়া পৌর এলাকার ১০০জন গরীব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি তথা পূর্বদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।