ঊনকোটি জেলা নবনির্মিত তিলথৈ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিপ্লব কুমার দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : উত্তর ত্রিপুরা ঊনকোটি জেলা নবনির্মিত তিলথৈ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে, ২০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেখানকার পরিকাঠামো ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং চিকিত্সক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি এদিন।রাজ্যের সমস্ত মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার দায়বদ্ধ। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই রাজ্য সরকার তার কার্যধারা সম্পাদন করছে।এরপর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যুবরাজনগর-দেওছড়া রাস্তায় জুরি নদীর উপর নবনির্মিত “অটল সেতুর” শুভ উদ্বোধন করেন।এই সেতুর ফলে যুবরাজ নগরের জনগণের অনেক সুবিধা হবে বলে তিনি জানান।