‘আমরা বাঙালি’ ত্রিপুরা রাজ্য কমিটি তাদের ৪ দফা দাবিকে সামনে রেখে গন ডেপুটেশন কর্মসূচি।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহুনিস্থিত রাজ্য পুলিশের মহানির্দেশক এর নিকট আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি তাদের ৪ দফা দাবিকে সামনে রেখে এক গন ডেপুটেশনে মিলিত হয়েছেন। উপস্থিত ছিলেন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্যরা। তাদের দাবিগুলো হলো:- অবিলম্বে রাজ্যের সর্বত্র শাসক দলীয় ক্যাডার তথা রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হবে, আইনভঙ্গকারি তথা গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে রাজ্যের সর্বত্র আমরা বাঙ্গালীদের নেতা ও কর্মী সমর্থকসহ জনজীবনে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, আমরা বাঙালির মতো বিরোধী দলের গণতান্ত্রিক তথা সাংবিধানিক অধিকার রক্ষা করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের দাবি অতিসত্বর পূরণ করা না হলে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি আগামী দিনে আরও সুবৃহৎ আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন।