ত্রিপুরা বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আগরতলা কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। এদিন তিনি বলেন যে এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস সাংবাদিক সম্মেলন করে বলেন খাদ্য নেই,কাজ নেই,অভাব অনটনে মানুষ আছেন মানুষ বলে যে অভিযোগ করেছেন তা ঠিক নয়। সিপিআইএম দল মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তাই এসব মিথ্যে কথা তুলে ধরেছে। বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য আরো বলেন যে,সরকারী ন্যায্যমূল্যের দোকানগুলোতে রেশনের চাল মজুত আছে। তাতেই প্রমান করে, মানুষের ঘরে চাল আছে,তাই রেশনের চাল নিচ্ছে না। এ রাজ্যের মানুষ সংকটে নেই। বিগত দিনে বঞ্চনার কথা বলে মানুষকে সংকটে ফেলে রেখেছে সিপিআইএম দল। বর্তমান সরকারের সময়ে মানুষের আর্থিক বিকাশ ঘটেছে। এ সময়ের মধ্যে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে বামফ্রন্ট।সিপিআইএম সরকারের আমলে আত্মহত্যার ঘটনা যে বেশী ঘটত তা সরকারী তথ্যেই প্রমান আছে। বাম আমলে নেতা এবং সিপিআইএম সরকারের প্রশ্রয়ে চিটফান্ডের রমরমা দেখা গিয়েছিল এবং আরো বিভিন্ন বিষয়ে তিনি এদিন উল্লেখযোগ্য ভূমিকা সকলের সামনে তুলে ধরেন।