রবিবার সকালে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের অফিস গৃহে চুরি।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি : রাজ্যের কোথাও না কোথাও চুরি কান্ড অব্যাহত রয়েছে। রবিবার সকালে চুরি কান্ড সংঘটিত হয় তেলিয়ামুড়া মহাকুমার শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের অফিস গৃহে। রাতের আধারে নিশিকুটুম্বের দল মন্দির থেকে ৬থেকে ৭ হাজার নগদ টাকা সহ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়। রবিবার মন্দিরে ছিল একটি অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান উপলক্ষে সকালে মন্দিরের কর্মকর্তারা মন্দিরে এসে প্রত্যক্ষ করে মন্দিরের অফিস গৃহের পেছনের দিকে টিন কাটা। তারপরে তড়িঘড়ি মন্দিরের বাকি সব সদস্যদের খবর দিলে তারা এসে প্রত্যক্ষ করে অফিস ঘরের ভেতরে থাকা আলমারি থেকে নগদ টাকাসহ অল্প কিছু স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে নিশিকুটুম্বের দল। তবে মন্দির কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অনুমান করছে এই এলাকায় ড্রাগসের নেশায় আসক্ত যুবকের দল রয়েছে। তারাই এই কাজ সংঘটিত করতে পারে। তবে এ ঘটনা প্রত্যক্ষ করে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়, তেলিয়ামুড়া থানার পুলিশের তদন্ত শুরু করেছে।