এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান,মরনোত্তর দেহদান ও চক্ষুদান শিবিরের আয়োজন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ সংগঠিত ছাত্র আন্দোলনের সরণি বেয়ে ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্টার পাঁচ দশক পূর্তি উপলক্ষে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে এক স্বেচ্চায় রক্তদান, মরনোত্তর দেহদান,ও চক্ষুদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্যরা। এদিন বিরোধী দলনেতা মানিক সরকার বলেন যে,ভারতের ছাত্র ফেডারেশনের জীবনে আজকের এই দিনটি ঐতিহাসিক ও তাৎপর্যপুর্ণ। কোন মানুষের বিপদে তার পাশে দাড়ানো ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একজন আদর্শ মানুষের পরিচয়।প্রতি মুহুর্তে একবিন্দু রক্তের জন্য জীবনযুদ্ধে পরাজিত হচ্ছে কতশত মানুষ।স্বেচ্ছায় রক্তদান করার মধ্য দিয়ে আমরা এদের প্রাণ বাঁচাতে পারি। আমাদের স্বেচ্ছায় রক্তদানের পরিবর্তে একজন মানুষের প্রাণ বাঁচানো সম্ভব এ নিয়েই ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির এই শিবির। এবং এই শিবিরে রাজ্যের সকল মানুষকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।