অটলবিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে আগরতলা ক্যান্সার হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তির উন্মোচন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন প্রয়াত অটলবিহারী বাজপেয়ীজির জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা ক্যান্সার হাসপাতালে বাজপেয়িজীর মূর্তি বসানো হল বিধায়ক সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, রাজ্যের মানুষের ইচ্ছা, কার্যকর্তাদের মনবাসনা, আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করেছেন।অটলবিহারী বাজপেয়ীজির রাষ্ট্রবাদী রাজনৈতিক জীবন দেশের প্রতিটি মানুষের কাছে অনুপ্রেরণা। স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা থেকে জনসংঘ ও পরে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।ভারতের সংসদীয় গণতন্ত্রে অটলবিহারী বাজপেয়ীজি এভারেস্ট সমান। বিরোধী নেতা থেকে প্রধানমন্ত্রী, কবিতা থেকে বলিষ্ঠ বক্তৃতা, কার্গিল যুদ্ধ থেকে পোখরানে পরমাণুনিরীক্ষণ– তিনি হয়ে উঠেছিলেন একজন আদর্শ রাষ্ট্রনেতা। তাঁর দেখানো পথেই আজকের ভারত নতুন করে অগ্রসর হচ্ছে।