ত্রিপুরা কন্ট্রাক্টরস অ্যসোসিয়েশন আয়োজিত মিলন উৎসব ২০২০-তে অংশগ্রহণ করেন বিপ্লব কুমার দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ আগরতলা নজরুল কলাক্ষেত্রে অল ত্রিপুরা কন্ট্রাক্টরস অ্যসোসিয়েশন আয়োজিত মিলন উৎসব ২০২০-তে অংশগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে, সবসময় চাই রাজ্যের যে বড় সংখ্যক কন্ট্রাক্টর রয়েছেন তাঁদের শ্রীবৃদ্ধি হোক। কিছু সংখ্যক বাইরের কন্ট্রাক্টর রয়েছেন তার ফলে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে। সুস্থ প্রতিযোগিতা হলে তবেই গুণগত মান উন্নত হওয়া সম্ভব। যা রাজ্যের সার্বিক বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। রাজ্যের কন্ট্রাক্টরদের সমস্ত রকম সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। প্রয়োজনে কাজের সাইটে তিনি নিজে গিয়ে দাঁড়াবেন। বকেয়া টাকা সময় মতো মেটানোর কাজ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী চান, কন্ট্রাক্টররাও যেন গুণগত মানের সঙ্গে আপস না করেন।