আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় ভোক্তা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা চক্র।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় ভোক্তা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে আলোচনা চক্র এবং তাৎক্ষনিক ক্যুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় খাদ্য ও জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব,মাননীয় জাস্টিস উৎপলেন্দু বিকাশ সাহা,সভাপতি রাজ্য ভোক্তা কমিশন সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন যে,বিভিন্ন ক্ষেত্রে ভোক্তাদের সঠিক মূল্যের বিনিময়ে উপযুক্ত পরিষেবা দান কিংবা সঠিক পণ্য সরবরাহ সুনিশ্চিত করতে এবং কোন ভোক্তাই যাতে পণ্য কেনা বা পরিষেবা লাভের সময় অযৌক্তিক হয়রানি বা প্রতারণার শিকার না হন তার জন্য সচেতনতা তৈরি করতে এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে।১৯৮৬ সালে যখন ভারতে প্রথম ভোক্তা সুরক্ষা আইন চালু হয়,সেই বছর থেকেই জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়ে আসছে।