মানসিক ভারসাম্যহীন ছেলেকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে গিয়ে পুত্রশোকে কাতর নিখোঁজ সন্তানের মা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : মানসিক ভারসাম্যহীন ছেলেকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে গিয়ে নিখোঁজ সন্তানের শোকে কাতর মা। ঘটনার বিবরনে যানা যায় যে,ঊনকোটি জেলার কৈলাশহর ডলুগাও গ্রামের শান্তি সিনহা বয়স ২২ বর্ষিয়া মস্তিষ্ক বিকৃত ছেলেকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে গিয়ে বাড়ি ফেরার সময় বিগত ১২ ডিসেম্বর দুপুর প্রায় ১২ টা নাঘাদ কলকাতার শিয়ালদহ রেল ষ্টেশনে আচমকাই ছেলে সুব্রত সিনহা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজা খোজি করার পর ছেলের কোন হদিশ না পেয়ে শিয়ালদহ জি,আর,পি থানায় একটি মিসিং ডায়েরি করায়। পরবর্তীতে কৈলাশহরের নিজ বাড়িতে ফিরে এসে স্হানীয় থানাকে বিষয়টি অবগত করেন। নিখোঁজ সুব্রত সিনহার মা শান্তি সিনহা পুত্রশোকে কাতর হয়ে একমাত্র পুত্রকে ফিরে পেতে হন্যে হয়ে ঘুরছে। ওর বিশ্বাস ওর একমাত্র ছেলে বাড়িতে ফিরে আসবে। কিন্ত ওর ছেলে যে, মস্তিষ্ক বিকৃত, সে যে আপনা থেকে নিজ বাড়িতে ফিরতে পারবেনা মা শান্তি সিনহা সেটাও ভূলে গেছে। তাই তিনি সুহ্রদয়বান মানুষের কাছে বিনম্র আবেদন করেন যে, ওর একমাত্র ছেলের কোন হদিশ পেলে যেন ওর কাছে ফিরিয়ে দেয়। সেই মোতাবেক নিখোজ সুব্রত সিনহার হদিস পেলে নিন্মোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার আর্জি জানানো হয়। মোঃ নম্বর ৮৯৭৪৬৩৮৮৬২ অথবা ৬৯০৯৫৬৬৫৯৮।