ত্রিপুরা
আগরতলা মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিশ মদ বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১০০০ লিটার দেশী মদ উদ্ধার করলো।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : এক গোপন খবরের ভিত্তিতে আগরতলা মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির আউট পোস্টের পুলিশ মহারাজ বাজার এলাকায় মদ বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১০০০ লিটার দেশী মদ উদ্ধার করলো। এবং সঙ্গে দুইজনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। এবং সঙ্গে ১০ জন নেশা কারবারীকে ও আটক করে পুলিশ।উদ্ধার হওয়া দেশি মদের বাজার মূল্য ৩০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির আউট পোস্টের তদন্তকারী পুলিশ আধিকারিক।আগামী দিনে ও এই ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে বলে তিনি জানিয়েছেন।