ত্রিপুরা
মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সুবিধাভোগীদের সেলাই মেশিন, কৃষি যন্ত্রাংশ ও শীতের কম্বল বিতরণ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : মোহনপুর ব্লকের মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হল সেলাই মেশিন, কৃষি যন্ত্রাংশ, ও শীতের কম্বল। মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে মোহনপুর এলাকার বিধায়ক তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে এগুলো বিতরণ করা হয়। শিক্ষামন্ত্রী ছাড়াও এই বিতরনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান সহ আরও অন্যান্য জনপ্রতিনিধিরা।এই গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০ জনকে সেলাই মেশিন, অপর ১০ জনকে ধান ছারানোর মেশিন, এবং ৫০ জনকে দেওয়া হয় শীতের কম্বল।