ত্রিপুরা
২৬শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৩৯ তম আগরতলা বইমেলা-২০২১।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আগামী ২৬শে ফেব্রুয়ারি ২০২১ থেকে আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে ৩৯ তম আগরতলা বইমেলা-২০২১। এই উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন হলে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রথম সাধারণ সভায় উপস্থিত ছিলেন আগরতলা বইমেলা-২০২১ এর পরিচালন কমিটির চেয়ারম্যান তথা ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন সহ অন্যান্য সদস্যগণ। এই কোভিড-১৯ পরিস্থিতিতে আগরতলা ৩৯ তম বইমেলা ২০২১ উপলক্ষে কি কি করনীয় সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে কতদিন পর্যন্ত এই বইমেলা চলবে তা এখনো পর্যন্ত ঠিক হয়নি সকলের সাথে বিস্তারিত আলোচনা করে কতদিন পর্যন্ত এবারের ৩৯তম আগরতলা বইমেলা চলবে তা ঠিক করা হবে বলে জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ।