ত্রিপুরা
১০৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ ৯ দিন যাবৎ গনঅবস্থানে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : বিগত বামফ্রন্ট সরকারের আমলে চাকুরি পাওয়া ১০৩২৩ জন চাকুরিচ্যুত সকল শিক্ষক শিক্ষিকারা আজ দীর্ঘ ৯ দিন যাবৎ গনঅবস্থানের পর আজ আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে মেলারমাঠ পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা এসে তাদের ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেয়। তাদের দাবী যতক্ষণ না পর্যন্ত বর্তমান রাজ্য সরকার তাদের চাকুরির কোন স্থায়ী সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই ধরনের আন্দোলন চলতে থাকবে।রাজ্যপুলিশ প্রশাসন চাকুরিচ্যত ১০৩২৩ জন শিক্ষক,শিক্ষিকাদের এই ব্যারিকেড দিয়ে আটকিয়ে রাখতে পারবেননা বলে জানান শিক্ষক,শিক্ষিকারা।