ত্রিপুরা
কোভিড-১৯ পরিস্থিতির জন্য মরিয়মনগর গির্জাতে মেলার আয়োজন করা হবে না বলে জানান বিধায়ক রতন চক্রবর্তী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আগামী ২৫শে ডিসেম্বর ২০২০ প্রভু যিশুখ্রিস্টের জন্মদিন তথা বড়দিন উপলক্ষে কাশীপুরস্থিত মরিয়মনগর গির্জাতে বিশাল মেলা হয়।প্রায় লক্ষধিক লোক সেখানে উপস্থিত হয় এবং গির্জাতে প্রভু যিশুখ্রিস্টের কাছে তারা তাদের পরিবারের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করেন। অনেক দূরদুরান্ত থেকে প্রচুর লোক আসে এই মরিয়মনগর গির্জাতে। কিন্তু এই বছর মহামারি কোভিড-১৯ পরিস্থিতির জন্য মরিয়মনগর গির্জাতে কোন প্রকার মেলার আয়োজন করা হবে না বলে জানান বিধায়ক রতন চক্রবর্তী। এবং ভীড় যাতে না হয় সে বিষয়ে আজ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং মরিয়মনগর গির্জার সকল কর্তৃপক্ষদের নিয়ে বিধায়ক রতন চক্রবর্তী এক বৈঠক করেন।