আগামী ১ বছরের মধ্যেই আগরতলা মহিলা কলেজকে ত্রিপুরাবাসী নতুন রূপে দেখতে পারবে : প্রতিমা ভৌমিক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ আগরতলা মহিলা কলেজ পরিদর্শনে যান পশ্চিম ত্রিপুরা সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক, জেলাশাসক ডা: শৈলেশ কুমার যাদব, এবং শিক্ষা দপ্তরের ডাইরেক্টর সাজু ওয়াহিদ। এদিন সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক বলেন যে,আগরতলা মহিলা কলেজকে আরো কি করে সুন্দর করে সাজিয়ে তোলা যায় সে বিষয়ে পরিকল্পনা চলছে। এবং তিনি আশা করেন যে,আগরতলা মহিলা কলেজে আরো নতুন কিছু বিল্ডিং গড়ে উঠবে। এবং ছাত্রী অনুযায়ী ক্লাসের ও অনেক প্রয়োজন রয়েছে সে বিষয়ে ব্যাবস্থা করা হচ্ছে। এবং উপজাতি ছাত্রীদের জন্য ১০০ আসন বিশিষ্ট হোস্টেলের শিলান্যাস হয়েছে সেটা আগামী ১ বছরের মধ্যেই আগরতলা মহিলা কলেজে গড়ে উঠবে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি আশা করেন যে,আগামী ১ বছরের মধ্যেই আগরতলা মহিলা কলেজকে ত্রিপুরাবাসী নতুন রূপে দেখতে পারবে।