নিজের স্ত্রী কে হত্যা করে ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর বুকে শুয়ে রইলো অভিযুক্ত স্বামী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : নিজের স্ত্রী সন্ধ্যারানী মুরাসিং কে ( ৩০ ) হত্যা করে ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর বুকে শুয়ে রইলো অভিযুক্ত হত্যাকারী স্বামী সুমিত্র রিয়াং(সুজিত)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া থানাধীন উত্তর সোনাইছড়ির কিল্লামুড়া এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা যায়,সিপিআইএম সমর্থক অভিযুক্ত হত্যাকারী সুমিত্র রিয়াং(সুজিত) প্রায় চার থেকে পাঁচ বছর ধরে সিপিআইএম দলের সঙ্গে সম্পর্ক নেই। কিছুটা মানসিক রোগে ভুগছিল সে। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। স্বামী ও স্ত্রী উভয়ের মধ্যে ঝগড়া লেগে থাকত ও অভিযুক্ত হত্যাকারীর স্বামী সুমিত্র রিয়াং (সুজিত) স্ত্রী সন্ধ্যারানী মুড়াসিং কে নেশা করে প্রায় সময়ই মারধোর করত। গতকাল দুপুরে স্বামী স্ত্রীর ঝগড়া চলছিল। হঠাৎ সব কিছু নিরব হয়ে যায়। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় বিলোনিয়া থানাতে তারা খবর জানায়। বিলোনিয়া থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে তড়িঘড়ি ছুটে আসেন সে জায়গায়। পুলিশ এসে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় একটি জানালা খুলে পুলিশ দেখতে পায় স্ত্রীকে বুকে জড়িয়ে অভিযুক্ত হত্যাকারী স্বামী শুয়ে রয়েছেন। ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিএম। পুলিশ এই ঘটনা দেখতে পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে অভিযুক্ত হত্যাকারী স্বামী সুমিত্র রিয়াং (সুজিত)কে আটক করে থানায় নিয়ে যায়। স্ত্রী হত্যাকাণ্ডে ব্যবহৃত দা দিয়ে অভিযুক্ত হত্যাকারী স্বামী সুমিত্র রিয়াং (সুজিত) স্ত্রীর রক্ত দিয়ে ঘরের বারান্দায় বামফ্রন্টের হাতুড়ি,কাঁচি, চিহ্ন আকে। বাড়ির গেইটে ও বামফ্রন্টের সে একই চিহ্ন আকে। বর্তমানে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।