ত্রিপুরা
আগরতলা আইজিএম হাসপাতালে রক্তদান জীবন দান এই শ্লোগানকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ আগরতলা আইজিএম হাসপাতালে রক্তদান জীবন দান এই শ্লোগানকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় যাতে রক্তের অভাবে কোন রোগীকে মারা যেতে না হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক মহোদয়া সহ অন্যান্যরা। এদিন সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক বলেন যে, আজ থেকে পুরো একমাস যাবৎ চারটি রবিবারে প্লেন করা হয়েছে আগরতলা আইজিএম হাসপাতাল, ত্রিপুরা মেডিকেল কলেজ, আগরতলা জিবি হাসপাতাল এই তিনটি হাসপাতালে ন্যূনতম ১৫ জন করে রক্ত দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।যাতে প্রত্যেকটি হাসপাতালের ব্লাড ব্যাংক শূণ্য না থাকে।