গোপন খবরের ভিত্তিতে আগরতলা চিত্তরঞ্জন এলাকায় অটো থেকে প্রচুর পরিমান দেশী ও বিদেশী মদ আটক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : গোপন খবরের ভিত্তিতে আগরতলা মহারাজগঞ্জ বাজার আউট পোস্টের পুলিশ আগরতলা চিত্তরঞ্জন এলাকা থেকে TR-01-D-3869 এই নাম্বারের একটি অটো গাড়ি থেকে প্রচুর পরিমান দেশী ও বিলাতি মদ আটক করে।অটো গাড়ির ড্রাইভারের নাম অভিজিৎ চন্দ বাড়ি আগরতলা যোগেন্দ্রনগর এলাকায় বলে জানান তদন্তকারী পুলিশ আধিকারিক। তদন্তকারী পুলিশ আধিকারিক আরো জানান,TR-01-D-3869 নামে এই অটো গাড়িটি অবৈধভাবে প্রচুর পরিমাণ দেশী ও বিলাতি মদ নিয়ে কোন একটি জায়গাতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল।এমন সময় আগরতলা মহারাজগঞ্জ বাজার আউট পোষ্টের পুলিশ গোপন খবর পেয়ে আগরতলা চিত্তরঞ্জন এলাকা থেকে অটো গাড়ির ড্রাইভার সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৫০ হাজার টাকার মত বলে জানান তদন্তকারী পুলিশ আধিকারিক। পুলিশ এই ঘটনার একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।