চিকিত্সকদের আন্তরিক উদ্যোগই স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষকে আস্থাশীল করে তুলবে: বিপ্লব কুমার দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা গভর্মেন্ট মেডিক্যাল কলেজের তিন জন চিকিত্সক ডাক্তার দামোদর চ্যাটার্জি, ডাক্তার দীপ্তেন্দু চৌধুরী, ভাস্কর মজুমদার তাঁদের সাথে দেখা করেন আগরতলা মহাকরনে। এবং তাদের টিমকে অভিনন্দন ও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তাঁরা এক মৃতপ্রায় রোগীর বিরল অস্ত্রোপচার সম্পন্ন করে তাঁকে নতুন জীবন প্রদান করেছেন। গত ৮ই ডিসেম্বর তেলিয়ামুড়ার বাসিন্দা রঞ্জন মালাকার বয়স (৪৮) বছর নামের এক ব্যক্তি হাতির আক্রমণে মারাত্মক জখম হন। হাতির দাঁতের তীক্ষ্ণ আক্রমণে শরীরের ভিতরকার অঙ্গপ্রত্যঙ্গ বাইরে চলে আসে। সেই রোগীর অস্ত্রোপচার করে তাঁকে বাঁচিয়ে তুলেছেন রাজ্যের চিকিত্সকরা। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে,আগে এই ধরনের ঘটনা হলে বাইরে নিয়ে যাওয়ার কথা ভাবতেন মানুষ। কিন্তু আমাদের রাজ্যের চিকিত্সকরা সেই বিরল কাজে সফল হয়েছেন। আমি মনে করি, চিকিত্সকদের এই আন্তরিক উদ্যোগই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সধারণ মানুষকে আস্থাশীল করে তুলবেন।