ত্রিপুরা
রাস্তায় বসা চা বিক্রেতাদের হাতে সুলভ মূল্যে চা পাতা তুলে দেয়ার সিদ্ধান্ত ত্রিপুরা চা উন্নয়ন নিগমের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : ত্রিপুরা চা উন্নয়ন নিগমের তরফ থেকে আগরতলা শহরে বিশেষ করে পুরপরিষদ এলাকাতে যারা ক্ষুদ্র চা বিক্রেতা আছে রাস্তার পাশে যেসব টিভেন্ডাররা চা বিক্রী করেন তাদের সুলভ মূল্যে চা পাতার পেকেট হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে ত্রিপুরা চা উন্নয়ন নিগম। তারই অঙ্গ হিসেবে আগরতলা ওল্ড সেক্রেটারিয়েট কমপ্লেক্স ত্রিপুরা চা উন্নয়ন নিগম অফিসের সামনে আজকে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন কমিটির চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।