শিশুরা রাজ্যের ভবিষ্যৎ। তাঁদের সুস্থ রাখার পিছনে আইসিডিএস কর্মীদের অবদান প্রচুর : বিপ্লব কুমার দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : আজ আগরতলা প্রজ্ঞা ভবন হল নাম্বার ১ প্রেক্ষাগৃহে সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবর্ষের বর্ষসেরা আই.সি.ডি.এস কর্মীদের রাজ্য ভিত্তিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব,সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীমতি সান্তনা চাকমা সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে, আইসিডিএস কর্মীরা গর্ভবতী মা এবং শিশুদের জন্য কর্তব্যপ্রয়াণতার সঙ্গে কাজ করেন। শিশুরা রাজ্যের ভবিষ্যৎ। তাঁদের সুস্থ রাখার পিছনে আইসিডিএস কর্মীদের অবদান প্রচুর। আমি তাঁদের ধন্যবাদ জানাই।এখন আইসিডিএস কর্মীদের কাছে ডিজিটাল ডিভাইস পৌঁছে গেছে। নতুন করে ওয়েবসাইট তৈরি হচ্ছে। দিল্লী থেকে যাতে সরাসরি যোগাযোগ করা যায় তার বন্দোবস্ত হয়েছে। এসবই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায়।ত্রিপুরায় গ্রীষ্মকালে ব্যাপক গরম পড়ে। আর্দ্রতাও থাকে অনেক। সেই সময়ে আইসিডিএস কর্মীদের পলিস্টারের শাড়ি পড়ে কাজ করা সম্ভব নয়। তাই আবহাওয়ার সঙ্গে সাযুজ্য রেখে ত্রিপুরার মা-বোনেরাই সুতির শাড়ি তৈরি করছেন। ভোকাল ফর লোকাল স্লোগানকে মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।