তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীন একটি উপজাতি বসতি গ্রাম স্বয়ংসম্পুর্ন হয়ে উঠছে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া : তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীন একটি উপজাতি বসতি গ্রাম স্বয়ংসম্পুর্ন হয়ে উঠছে। পানীয়জল, রাস্তা, বিদ্যুৎ পরিসেবা বিদ্যালয় প্রায় সমস্তদিকেই পরিপূর্ণ হয়ে উঠছে। সবচাইতে ভাল দিক হল পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যিই প্রশংসার দাবী রাখে এলাকাবাসী। তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীন এবং হদ্রাই এ ডি সি ভিলেজের কুকি বস্তি বা কলোনি গ্রাম। এই কুকু কলোনি গ্রামে প্রায় শতাধিক পরিবারে উপর বসবাস। গ্রামের বেশিরভাগ পরিবারের উপার্জন হল কৃষি। কৃষি কাজের ফাঁকে গ্রামের বাসিন্দারা রাবার চাষ, কলা বাগান, লেবু বাগান, সুপারি বাগান ইত্যাদি ও করে যাচ্ছেন। যদিও এই কুকি কলোনির অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এলাকার রাস্তাঘাট। রাস্তাঘাট ভাল হওয়ার কারনে সহযে ফসল বাজার জাত করতে পারছে এলাকাবাসী। আরেকটি বিষয় যা না বললেই নয় এলাকার রাস্তাঘাট গুলি সবসময় থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। এই রাস্তা পরিষ্কার করার দ্বায়িত্ব নিয়েছেন এলাকারই জনগন। রাস্তার পাশে রয়েছে ছোট ছোট ডাস্টবিন, যেখানে চলার পথে এলাকাবাসী রাস্তার নোংরা ডাস্টবিনে ফেলে দেন। আগামি দিনের মডেল গ্রামের চিত্রই পরিলক্ষিত হল আমাদের লেন্সে।