১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক, শিক্ষিকারা স্থায়ী সমাধানের জন্য অনির্দিষ্টকালের জন্য গনঅবস্থানে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা : বিগত বামফ্রন্ট সরকারের আমলে চাকুরি পাওয়া সারা রাজ্যের ১০৩২৩ জন শিক্ষক,শিক্ষিকারা চাকুরিচ্যুত হয়েছে গত ২০২০ সালের ৩১শে মার্চ। আজকে ৯ মাস হল তারা এখন বেতনহীন। তারা তাদের পরিবার নিয়ে রাস্তায় বসেছে তাদের ঘরে খাবার নেই। তাদের দীর্ঘ আন্দোলনের ফলে রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দলের ৩টি সংঘটনের ৬ জনকে ডেকেছিলেন এবং বলেছিলেন তাদেরকে আশ্বস্থ করেছিলেন যে দুই এক মাসের মধ্যেই তাদেরকে স্থায়ী সমাধান করবেন।কিন্তু দুই মাস পেরিয়ে গেল গত 3রা ডিসেম্বর এখনো পর্যন্ত এই ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকাদের কোন সমাধান হয়নি।তাই আজ আগরতলা সিটি সেন্টারের সামনে সারা রাজ্যের ১০৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষক,শিক্ষিকারা তাদের চাকুরির স্থায়ী সমাধানের জন্য অনির্দিষ্টকালের জন্য গনঅবস্থানে বসেছেন।যতক্ষণ না পর্যন্ত তাদের চাকুরির কোন স্থায়ী সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে।