এটা কোন রাজনৈতিক বন্ধ নয়, কৃষকদের স্বার্থে সাড়া ভারত ব্যাপী এই বন্ধ: অনির্বাণ সরকার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,তেলিয়ামুড়া প্রতিনিধি : দিল্লিতে কৃষক আন্দোলনকে এবং কৃষকদের ডাকা বন্ধ কে সমর্থন জানিয়ে তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০:০০ টা নাগাদ যুব কংগ্রেস কর্মীরা স্থানীয় অম্পি চৌমুহনী এলাকায় পিকেটিং করে। পিকেটিং-এর শুরুতেই জাতীয় সড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে আটকানোর চেষ্টা করে। এ অবস্থায় খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ভি জগদীশ্বর রেড্ডি, ট্রাফিক ডিএসপি সোনাচরন জমাতিয়া সহ বিশাল TSR বাহিনী। পরে পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এদিকে তেলিয়ামুড়া জেলার যুব কংগ্রেসের সভাপতি অনির্বাণ সরকার জানান, এটা কোন রাজনৈতিক বন্ধ নয়, কৃষকদের স্বার্থে সাড়া ভারত ব্যাপী এই বন্ধ। কৃষক বাঁচলে সাধারণ মানুষ ও বাঁচবে, তাই কৃষকদের স্বার্থে এই আন্দোলন। এই বন্ধের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের এক নেতৃত্ব জানান, বন্ধের কোনো প্রভাব তেলিয়ামুড়া মহকুমায় পড়েনি। এমনিতেই মঙ্গলবার তেলিয়ামুড়া বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সাপ্তাহিক ছুটির দিন। অন্যদিকে স্কুল, কলেজ, বিভিন্ন দপ্তরের অফিস অন্যান্য দিনের মতোই ছিল স্বাভাবিক। কিন্তু এই বন্ধের কারণে বিভিন্ন সরকারি দপ্তরের অফিস গুলিতে কর্মচারী উপস্থিতি ছিল সামান্য কম। এদিন রাস্তায় যানবাহনের চলাচল ছিল স্বাভাবিক। কেবল দূরপাল্লার যানবাহন চলাচল করলেও অন্যান্য দিনের চাইতে ছিল সামান্য কম।