ত্রিপুরা
কৃষি সংগঠন গুলির ডাকা ভারত বন্ধের মিশ্র সাড়া পড়েছে সোনামুড়া ও বক্সনগরে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বক্সনগর : কৃষি সংগঠন গুলির ডাকা ভারত বন্ধের মিশ্র সাড়া পড়েছে সোনামুড়াতে ও বক্সনগর এই বন্ধের সমর্থন জানিয়ে সিপিআইএম ও কংগ্রেস দলের সর্মথকরা পিকিটিং চালিয়ে গেছে সকাল থেকে, সব ধরনের যানবাহন চলাচল বন্ধ, বন্ধ রয়েছে দোকানপাট ও , কিন্তু সরকারি কর্মস্থান অফিস-আদালত স্বাভাবিক রয়েছে , কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন কৃষকরা হলে ভারতবর্ষের অন্নদাতা কৃষকরা ভারতের উন্নয়নের পরি কাঠামো, লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন জয় কিষান, জয় জওয়ান, সর্বভারতীয় কংগ্রেস নেতারা কৃষকের পাশে সবসময়ই ছিল এবং থাকবে, কেন্দ্রীয় সরকারকে শীঘ্রই এই কৃষি বিল বাতিল করতে হবে ।